Friday , September 29 2023
Breaking News
Home / Entertainment / বিতর্কে পরিবার নাজেহাল: অবশেষে মুখ খুললেন শিল্পার বোন শমিতা

বিতর্কে পরিবার নাজেহাল: অবশেষে মুখ খুললেন শিল্পার বোন শমিতা

গত কয়েকদিন ধরে বলিউডে শিল্পা শেঠির পরিবারকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এদিকে, এই তারকা নায়িকার স্বামীর বিরুদ্ধে একের পর এক তথ্য উঠে আসছে। এমনকি তার স্বামী দীর্ঘদিন ধরে খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠে এসেছে। বর্তমানে অনেকে তার স্বামীর বিরুদ্ধে মুখ খুলছেন। এবার এই তারকা নায়িকার বোন শমিতা বেশ কিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন।

বিতর্কে যখন শিল্পা শেঠির পরিবারের নাজেহাল অবস্থা তখন মুখ খুললেন শমিতা শেঠি। তবে তিনি কিছুটা কৌশলে বোনের পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে শিল্পা অভিনীত ‘হাঙ্গামা ২’। আর এই সিনেমার একটি পোস্টার শেয়ার করেই শমিতা জানিয়েছেন শুভকামনা।

ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, “১৪ বছর পর ‘হা’ঙ্গা’মা-২’ মুক্তি পেয়েছে। প্রিয় মুঙ্কি (শিল্পাকে এই নামেই ডাকেন শমিতা) তোমায় অনেক শুভেচ্ছা। আমি জানি তুমি এই সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করেছ। তোমার সঙ্গে গোটা টিমই পরিশ্রম করেছে। তোমাকে ভালোবাসি এবং তোমার পাশে রয়েছি। তুমি জীবনে অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গেছো। তবে একটা কথা আমি জানি, এতে তুমি আরও শক্ত হয়ে উঠেছো। আমি জানি এই সময়টাও কেটে যাবে।”

এদিকে গত শুক্রবার (২৩ জুলাই) শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। সেখানে তিনি দাবি করেছেন, তার স্বামী রাজ নির্দোষ। যেসব ভিডিওর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলো খারাপ ছবি নয়, বরং ইরোটিক।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে তোলা হয়। আদালত থেকে তাকে ২৭ জুলাই পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক দিন আগে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বাড়ি থেকে অন্তত ৭০টি খারাপ ভিডিও উদ্ধার করে পুলিশ।

এদিকে, এই তারকা নায়িকার স্বামীর বিরুদ্ধে অনেকে মুখ খুলছেন। ইতিমধ্যে কয়েকজন নায়িকা বলেছেন তাদের কে খারাপ কাজ করার প্রস্তাব দেন এই নায়িকার স্বামী। এমনকি তিনি দীর্ঘদিন ধরে খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এমন অভিযোগ তুলছেন অনেকে। বর্তমানে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ খতিয়ে দেখছে আইনঙ্খলা বাহিনী।

About

Check Also

অপু-বুবলীর বিষয় নিয়ে এবার বিপাকে শাকিব খান, জানা গেল কারণ

শুটিং করার সময় হঠাৎ করে পায়ে আঘাত পান বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তিনি পায়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *