ঈদ উপলক্ষে আগামীকাল (৩০ মার্চ) মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খান (Salman Khan) অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। সিনেমাটির ট্রেলারেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে, এবারে বক্স অফিস (Box Office) কাঁপাতে প্রস্তুত ভাইজান। ষাট বছর বয়সেও সিনেমায় তার অ্যাকশন ও রোমান্টিক রূপে অনুরাগীদের উত্তেজনার পারদ চড়ছে।
বিতর্ক এড়িয়ে চলার বার্তা
সাম্প্রতিক এক প্রচারণা ইভেন্টে সালমান খান মন্তব্য করেন, “অনেক বিতর্ক দেখেছি জীবনে। আর কোনো বিতর্ক চাই না ভাই। বিতর্ক সিনেমাকে হিট করায় না। বরং অনেক সময় এতে সিনেমার মুক্তি পিছিয়ে যায়।” তিনি আরও বলেন, “এমনো হয়েছে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সিনেমার মুক্তির তারিখ বদলাতে হয়েছে। এখনো হাতে সময় আছে, সিনেমাটা রিলিজ করতে দাও।” এরপর হেসে যোগ করেন, “তবুও আমি বিতর্ক চাই না।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালমান জানান, বর্তমানে প্রায় প্রতিটি সিনেমা নিয়েই বিতর্ক তৈরি হয়। তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন, “বছর খানেক আগে ‘লাভরাত্রি’ সিনেমার নাম বিতর্কের কারণে বদলাতে হয়েছিল, যদিও তার প্রয়োজন ছিল না। আমি চাই, আমাদের পরিবার বিতর্ক থেকে দূরে থাকুক।”
সালমানকে উৎসাহ দিলেন সঞ্জয় দত্ত
মুক্তির প্রাক্কালে আরও উৎসাহ পেল ‘সিকান্দার’। ২৯ মার্চ শনিবার, সঞ্জয় দত্ত (Sanjay Dutt) তার অভিনীত ‘ভূতনি’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান-এর সঙ্গে। সেখানে তিনি বলেন, “ট্রেলার তো সুপারহিট। আমার ছোট ভাইয়ের জন্য সবসময় প্রার্থনা করি। ঈশ্বর ওকে অঢেল দিয়েছেন, এই সিনেমাটাও সুপারহিট হবে।”
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, সালমান খানের ‘সিকান্দার’ প্রথম দিনেই ৫০ কোটিরও বেশি রুপি আয়ের সম্ভাবনা রাখে। অনুরাগীদের ভরপুর আগ্রহ এবং বিতর্কহীন প্রচারণা সিনেমাটিকে ইতিবাচক অবস্থানে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।