ঈদে মুক্তি পাচ্ছে ‘জংলি’, লুঙ্গি পরে প্রমোশনে বুবলী

আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ (Siam Ahmed) ও শবনম বুবলী (Shobnom Bubly) অভিনীত সিনেমা ‘জংলি’। সিনেমাটির একটি গানের ভিডিও প্রকাশের পর নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, বিশেষ করে সিয়াম ও বুবলীর রসায়ন প্রশংসিত হয়েছে।

লুঙ্গি পরে সিনেমা প্রমোশন

সম্প্রতি শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরা একটি ছবি পোস্ট করে নেটিজেনদের উদ্দেশে মজার ছলে প্রশ্ন রাখেন, ‘‘লুঙ্গি পরে জংলি দেখতে গেলে কেমন হয়?’’ এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় আলোচনার ঝড়।

একটি ভিডিও সাক্ষাৎকারে বুবলীর এই পোস্ট নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘লুঙ্গির ব্যাপারটা অবশ্যই আমাদের আপকামিং সিনেমা ‘জংলি’র সঙ্গে সম্পর্কযুক্ত। এটা আমাদের প্রোমোশনাল একটি কনসেপ্ট ছিল। আমার মনে হয়, সব কিছুই একটা ক্লোদিং। সেখান থেকে লুঙ্গির বিষয়টা ইন্টারেস্টিং হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘ছেলেরা যেভাবে মেয়েদের অনেক কিছু যেমন— কানের দুল, গলার গয়না, পাঞ্জাবির সঙ্গে ওড়না ব্যবহার করে, আমরাও লুঙ্গি ট্রাই করতে পারি। জাস্ট মজা করেছি। এটা আমাদের প্রোমোশনেরই অংশ।’’

নেটিজেনদের ইতিবাচক সাড়া

বুবলীর পোস্টের নিচে একাধিক নেটিজেন মন্তব্য করেছেন তাদের উৎসাহ ও প্রশংসা জানিয়ে। রহমান মতি (Rahman Mati) নামের একজন লেখেন, ‘‘জংলি টিম এবার স্মার্টলি প্রোমোশন করে যাচ্ছে। এখন পর্যন্ত সেরা প্রমোশন।’’

অপরদিকে আরিনা রহমান (Areena Rahman) নামের একজন মন্তব্য করেন, ‘‘লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে আরো অনেক অনেক সুন্দর হবে, আকর্ষণীয় হবে, পুরাই জংলি জংলি ভাব লাগবে।’’

সিনেমাটির ভিন্নধর্মী প্রচারণা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভালো সাড়া ফেলেছে বলে মনে করছেন অনেকে। ঈদে ‘জংলি’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়ছে ক্রমেই।