৪৭ বছরে পদার্পণ শাকিব খানের, জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ঢালিউড কিং

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্র জগতে রাজত্ব করছেন শাকিব খান (Shakib Khan)। ‘ঢালিউড কিং’, ‘নাম্বার ওয়ান’, ‘কিং খান’— এসব উপাধিতে পরিচিত এই নায়কের প্রকৃত নাম মাসুদ রানা (Masud Rana)।

১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জ (Gopalganj) জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তবে শৈশব কাটে নারায়ণগঞ্জ (Narayanganj) জেলায়। আজ ৪৬ পূর্ণ করে ৪৭ বছরে পা রাখলেন এই সুপারস্টার।

জন্মদিনে শুভেচ্ছা জানালেন অপু ও বুবলী

শাকিব খানের জন্মদিনে তার ভক্তরা যেমন শুভেচ্ছায় ভাসাচ্ছেন, তেমনি শুভেচ্ছা জানাতে ভোলেননি তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস (Apu Biswas) ও শবনম বুবলী (Shobnom Bubly)।

গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব-অপু অভিনীত একটি সিনেমার দৃশ্য শেয়ার করে অপু বিশ্বাস লেখেন, “শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।” পাশাপাশি হ্যাশট্যাগে উল্লেখ করেন— “আমার শাহরুখ খান”।

অপরদিকে, শবনম বুবলী শাকিব খানের একটি একক ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন শাকিব খান। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা।”

তবে এই শুভেচ্ছা বার্তা ঘিরে নেটিজেন (Netizens)দের একাংশ সমালোচনা করেছেন। কেউ কেউ প্রাক্তনদের উদ্দেশে কটাক্ষ করতেও ছাড়েননি।

শাকিবের ক্যারিয়ার: শুরু থেকে আজ

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে শাকিব খানের। যদিও সিনেমাটি বাণিজ্যিক সাফল্য পায়নি, তবে নায়ক হিসেবে তাকে আলাদাভাবে চিহ্নিত করতে সময় লাগেনি।

এই বছরই আফতাব খান পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি, যদিও এটি পরে মুক্তি পায়।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের সর্বাধিক জনপ্রিয় নায়ক হিসেবে।

শাকিব খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘মাই নেম ইজ সুলতান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘সিটি টেরর’, ‘আমার স্বপ্ন তুমি’ প্রভৃতি।

পুরস্কার ও সাম্প্রতিক সফলতা

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শাকিব খান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালে ‘আরও ভালোবাসব তোমায়’ এবং ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।

করোনাকাল পার করে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে শাকিব আবার জানান দেন— তিনি এখনো দর্শকের প্রথম পছন্দ। এরপর ‘রাজকুমার’, ‘তুফান’— একের পর এক সিনেমা আলোচনায় আসে। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘বরবাদ (Borbad)’। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)।

দেশজুড়ে তার জনপ্রিয়তা যেমন ব্যাপক, তেমনি কলকাতাতেও তৈরি হয়েছে তার পরিচিতি ও ভক্তগোষ্ঠী। ঢালিউডে তার সমকক্ষ এখনো কেউ হয়ে উঠতে পারেননি বলে মনে করেন বিশ্লেষকরা।