বয়সের ২৫ বছরের পার্থক্যেও গড়া সংসার ভাঙল অভিনেতা সুদীপ ও অভিনেত্রী পৃথার

টলিউডে ফের তারকা দম্পতির বিচ্ছেদ

ফের টলিপাড়া (Tolipara)-য় ভাঙনের সুর। সংসার ভাঙল জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) ও তাঁর স্ত্রী অভিনেত্রী পৃথা চক্রবর্তী (Pritha Chakraborty)-র।

সামাজিক মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা

শনিবার পৃথা নিজেই সামাজিক মাধ্যমে একটি পোস্টে বিচ্ছেদের কথা জানান। ফেসবুক (Facebook)-এ দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, “আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।”

বয়সের পার্থক্য সত্ত্বেও প্রেমের সম্পর্কে বাঁধা

এই জুটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বহু বছরের বয়সের ব্যবধান সত্ত্বেও। জানা গেছে, দুজনের বয়সের পার্থক্য ছিল প্রায় ২৫ বছর। তবে ভালোবাসা সব বাধা জয় করে এক করেছে তাঁদের। শোনা যায়, প্রেমের প্রস্তাব এসেছিল প্রথমে পৃথার দিক থেকেই।

সম্পর্কের শুরু এবং বিবাহিত জীবন

নৃত্যশিল্পী (Dancer) পৃথাকে প্রথম দেখেন সুদীপ একটি অনুষ্ঠানে। সেখান থেকেই তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা শুরু। পৃথাকে বিয়ের আগে সুদীপ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দামিণী বসু (Damini Basu)-র সঙ্গে। সেই সংসারে তাঁদের একটি কন্যাসন্তানও ছিল।

২০১৩ সালে প্রথম সংসারের ইতি টানেন সুদীপ। এরপর ২০১৫ সালে পৃথাকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে জন্ম নেয় আরও একটি সন্তান। দুই সন্তানকে নিয়ে সুখেই চলছিল সংসারজীবন।

১০ বছরের আগেই ভাঙন

তবে বিয়ের এক দশক পূর্ণ হওয়ার আগেই আলাদা হয়ে গেলেন এই তারকা দম্পতি। ঠিক কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত, সে বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই।