বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু

স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) এর মালিকানাধীন স্পেসএক্সের সহযোগী স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক (Starlink)।

আজ বুধবার (৯ এপ্রিল) ঢাকা (Dhaka)’র ইন্টারকন্টিনেন্টাল হোটেল (Intercontinental Hotel)-এ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন (Bangladesh Investment Summit)-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

সম্মেলনে সরাসরি স্টারলিংকের মাধ্যমে সম্প্রচার

সম্মেলনের ভেন্যুতে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন উপস্থিত অংশগ্রহণকারীরা। একইসঙ্গে সম্মেলনের সকল কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ ব্যবহার করেই।

বিডা থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন

গত রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (Bangladesh Investment Development Authority – BIDA)’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (Chowdhury Ashiq Mahmood Bin Harun) জানান, স্টারলিংক বিডার নিবন্ধন সম্পন্ন করেছে।

তিনি আরও জানান, গত ২৯ মার্চ বিডা থেকে স্টারলিংক বিনিয়োগ নিবন্ধন পায়। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালুর জন্য প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (Bangladesh Telecommunication Regulatory Commission – BTRC) থেকে এনজিএসও (Non-Geostationary Orbit) নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে।

প্রযুক্তি পরীক্ষা ও কার্যক্রমের গতি

প্রথমবারের মতো ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষা চালানো হয়। এরপর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর, গত ১৩ ফেব্রুয়ারি ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে আলোচনায় অংশ নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)।

এই আলোচনার পর থেকে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালুর কার্যক্রম আরও গতিশীল হয়। গত মাসেও ঢাকায় একাধিকবার পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।