দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ
অত্যন্ত গোপনীয় কিছু অভিযোগ নিয়ে হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) ও সারজিস আলম (Sarjis Alam) সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission)–এর চেয়ারম্যানের সঙ্গে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দুদকের কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তারা এ বিষয়ে বক্তব্য দেন।
“অভিযোগগুলো অতি গোপনীয়”
গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ জানান, “আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।”
তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, “এটা অতি গোপনীয়। এখন কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।”
“আমরা চাই দুদক নিরপেক্ষ ভূমিকা রাখুক”
সারজিস আলম বলেন, “অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি।”
তবে এই দুই নেতাই অভিযোগের প্রকৃতি কিংবা এর লক্ষ্যবস্তু সম্পর্কে সরাসরি কিছু জানাননি। বিষয়টিকে পুরোপুরি গোপনীয় হিসেবেই উপস্থাপন করেছেন তারা।