সর্বকালের সেরা বিদ্যুৎ ‘চোর’ সাবেক প্রতিমন্ত্রী বিপু : সিদ্দিকী নাজমুল

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম (Siddiqi Nazmul Alam) নিজ দলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (Nasrul Hamid) বিপুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক বিস্ফোরক স্ট্যাটাসে তিনি বিপুকে “সর্বকালের সেরা বিদ্যুৎ চোর” বলে উল্লেখ করেন।

সামাজিকমাধ্যমে ক্ষোভ

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পোস্টে সিদ্দিকী নাজমুল লেখেন, “যে শালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন, রাজনীতিকে টেলিসামাদ স্টাইলে জোকারিতে পরিণত করলেন—তাদের বিরুদ্ধে কিছু বললেই বলা হয়, এখন ঐক্যের সময় এসব বলা যাবে না। অথচ তারা আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা হবে।”

তিনি বলেন, “আমরা যদি তাদের পক্ষে লিখি, তাহলে সব হালাল হয়ে যাবে। আমরা পরিবার নিয়ে কষ্টে থাকি, আর তারা সুটেট-বুটেট হয়ে নেত্রীর চারপাশে অবস্থান নেয়।”

‘কৃত্রিম লোডশেডিং ও কমিশন বাণিজ্য’

নাজমুল তার পোস্টে বলেন, “আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য কাজ করেছেন। অথচ এবার রমজানে তেমন লোডশেডিং হয়নি। এর মানে, প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু ও কিছু আমলারা মিলে কৃত্রিম লোডশেডিং সৃষ্টি করত। তাদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের একচেটিয়া সুবিধা দিত এবং কমিশন কামাত।”

‘নেত্রীর বিশ্বাস ভেঙেছেন বিপু’

সাবেক প্রতিমন্ত্রী বিপুর প্রতি ক্ষোভ প্রকাশ করে নাজমুল লেখেন, “বিপু বড় ব্যবসায়ী পরিবারের ছেলে, নেত্রী ভেবেছিলেন তিনি দুর্নীতি করবেন না। কিন্তু তিনি সেই বিশ্বাস ভেঙে দিয়ে সবচেয়ে বড় বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন।”

তিনি আরও বলেন, “বিপু একটা চোর। তার স্ত্রী, ভাই, সন্তানেরাও চোর। গত ১০ বছরের চলাফেরা দেখে মনে হয়, সে রাজা আর আমরা প্রজা।”

বিএনপি-জামাতের সঙ্গে সম্পর্কের অভিযোগ

নাজমুল আরও অভিযোগ করেন, “বিপু বিএনপি-জামাত নেতাদের সঙ্গে ব্যবসা পরিচালনা করেন এবং নিজেকে ঈশ্বর মনে করেন।”

তিনি লেখেন, “বিপুর পরিবার চরিত্রহীন, লম্পট এবং রাজনীতিকে রাজপথ থেকে পাঁচ তারকা এসি রুমে নিয়ে গেছে। রাজনীতি এখন কর্পোরেট দুনিয়ায় চলে গেছে।”

স্থানীয় রাজনীতিতে বিপুর ভূমিকা নিয়ে সমালোচনা

নাজমুল অভিযোগ করেন, “বিপুর এলাকায় জনপ্রিয় নেতা ছিলেন শাহীন চেয়ারম্যান, অথচ তার সহকারীকে উপজেলা সাধারণ সম্পাদক বানানো হয়েছে। বিপু এলাকায় জিরো, রাজনীতির মঞ্চে অন্যদের কৃতিত্বে দাঁড়িয়ে।”

সন্তানদের জীবন ও রাজনৈতিক প্রতিজ্ঞা

নাজমুল বলেন, “বিপু তার সন্তানদের লাক্সারিয়াস লাইফ দিচ্ছেন। আর আমরা আমাদের সন্তানদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছি।”

তিনি জানান, “আমি সরকারি দলে থেকেও সমালোচনা করেছি, নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছি। নেত্রী যতদিন জীবিত থাকবেন, রাজনীতি করে যাব। তবে নেত্রী না থাকলে রাজনীতি ছাড়ব।”

শেষ কথা

নিজের স্ট্যাটাসের শেষ অংশে নাজমুল বলেন, “শেখ হাসিনা (Sheikh Hasina) সংসদে দাঁড়িয়ে বলেছিলেন—এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। আমি ব্যক্তিগতভাবে সেটি শতভাগ বিশ্বাস করি।”