Friday , December 8 2023
Home / Countrywide / কারা অভ্যান্তরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

কারা অভ্যান্তরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

কা’রা/গারে বসে ভর্তি পরীক্ষা, তাও আবার সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক একজন শিক্ষার্থীর। ঐ শিক্ষার্থী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কা’রাগা/রের অভ্যান্তরে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছেন। তবে ঐ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে গনমাধ্যমে আসলেও তিনি তার নাম না জানাবার জন্য অনুরোধ করেন।

শনিবার বেলা ১১টা থেকে সাড়ে দুুপুর সাড়ে ১২টা পর্যন্ত কারা অভ্যন্তরেই ভর্তি পরীক্ষা দেন ওই শিক্ষার্থী। এদিন, ঢাকার ৬৮ কেন্দ্রে ও সাত বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওই ভর্তিচ্ছুর পরীক্ষা নিতে সকাল ১১টার আগেই বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ও একজন কর্মচারী কা’রাগা/রে পৌঁছান। পরীক্ষা পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষক হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বাকি বিল্লাহ এবং সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক। এছাড়া প্রক্টর অফিসের কর্মকর্তা কোমের আলীও সেখানে যান।

কা’রা অভ্যান্তরে থেকে পরীক্ষা গ্রহন করার বিষয়ে অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি বলেন, আমরা একটি অনুরোধ পেয়েছিলাম। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহন করি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে তিনজন এবং কা’রাগা/র কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। ঐ ভর্তিচ্ছু আত্মসম্মানের জন্য নিজের নাম প্রকাশ করতে চাননি।

About

Check Also

উড়ছে শকুন, যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মাঝে মাঝে আলোচনায় উঠে আসেন। তিনি রাজনীতিতে দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *