বাংলাদেশের সংখ্যালঘুদের ভারতপ্রীতির ধারণা ভারতেরই এক অদ্ভুত কল্পনা: আব্দুন নুর তুষার

সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে ভারতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে ডা. আব্দুন নুর তুষারের মন্তব্য

সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতীয় মিডিয়া (Indian Media) যেভাবে অতিরঞ্জিতভাবে প্রতিবেদন করে, তা একধরনের অস্বাভাবিক আচরণ বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নুর তুষার (Abdun Noor Tushar)।

‘অত্যাচার সব ক্ষেত্রেই অত্যাচার’

তিনি স্পষ্টভাবে বলেন, “যেকোনো অত্যাচারই অত্যাচার। যেকোনো নির্যাতনই নির্যাতন। সেটা মুসলিম (Muslim) সম্প্রদায়ের উপর হলেও, সনাতন ধর্মাবলম্বী (Hindus) বা যারা ধর্মে বিশ্বাসী নন, তাদের উপর হলেও সেটি নির্যাতনই।”

তিনি বলেন, নির্যাতনের বিষয়টি শুধুমাত্র ধর্মীয় গোষ্ঠীর ভিত্তিতে নয়, বরং নাগরিক অধিকারের প্রসঙ্গে দেখতে হবে। “একজন নাগরিক নির্যাতিত হচ্ছে— এটাই আসল বিষয়।”

‘ভারতের ধারণা অদ্ভুত’

আব্দুন নুর তুষার প্রশ্ন তোলেন, “ভারত (India) কি নিজেদের এই অঞ্চলের সংখ্যালঘুদের অভিভাবক মনে করে? তারা কি মনে করে, এই অঞ্চলের সব সনাতন ধর্মাবলম্বী তাদের মনের মধ্যে ভারতকে ধারণ করে?”

তিনি বলেন, এই ধরনের ধারণা একেবারেই অদ্ভুত। “যদি ভারত মনে করে তারা অভিভাবক, তাহলে কি বাংলাদেশ (Bangladesh) কাল থেকে ভারতের মুসলিমদের মুরুব্বি হয়ে যাবে?”

তিনি আরো বলেন, এ ধরনের চিন্তাধারা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এবং আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা হওয়া উচিত।

ভারতের ‘বড় ভাই’সুলভ আচরণ নিয়েও সমালোচনা

আব্দুন নুর তুষার ভারতের ‘বড় ভাই’সুলভ আচরণ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, “শুধু একটি বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে ভারতের যে অতিরিক্ত মাথাব্যথা, সেটাই আজকের এমন পরিস্থিতি তৈরি করেছে।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কেউ নির্যাতিত হলে বাংলাদেশ সরকার নিজ উদ্যোগেই তা মোকাবিলা করে থাকে। অন্য কোনো রাষ্ট্রের উচিত নয় সেই বিষয়ে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হওয়া।