টকশোতে অংশগ্রহণ নিয়ে বিতর্ক
টকশোতে তাকে অংশগ্রহণ না করতে প্রডিউসারদের ওপর ‘রাজনৈতিক চাপ’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সারোয়ার তুষার (Sarwar Tushar)। তিনি জাতীয় নাগরিক পার্টি (Nationalist Citizen Party – NCP) এর যুগ্ম আহ্বায়ক।
ফেসবুক পোস্টে সরব তুষার
শুক্রবার, ১১ এপ্রিল রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তুষার দাবি করেন, “টকশোতে যেন আমাকে কম কম ডাকা হয়, সেই জন্য প্রডিউসারদের চাপ দেওয়া হচ্ছে।”
তিনি লেখেন, “ভেবেছিলাম এড়িয়ে যাব। কিন্তু না বলে আর পারা যাচ্ছে না। টকশোতে যেন আমাকে কম কম ডাকা হয়, সেজন্য নাকি প্রডিউসারদের ওপর চাপ দেয়া হচ্ছে! গত এক সপ্তাহে আলাদা আলাদাভাবে তিনজন প্রডিউসার আমাকে একই কথা শেয়ার করলেন। তাদের ওপর নাকি ‘রাজনৈতিক চাপ’ আছে! তারা নাকি ‘চেষ্টা’ করছেন আমাকে টকশোতে রাখার!”
প্রশ্ন তুললেন, কারা দিতে পারে চাপ?
সারোয়ার তুষার আরও বলেন, “টকশোতে যেতেই হবে এমন কোনো কথা নাই। কিন্তু এই ‘রাজনৈতিক’ চাপ জিনিসটা কী? কারা আমাকে টকশো থেকে সরাতে চায়? কেন?”
তুষারের এমন বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। কারা এই চাপ দিচ্ছে বা কী উদ্দেশ্যে, তা নিয়ে এখনো কোনো পক্ষ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা আসেনি।