Tuesday , September 26 2023
Breaking News
Home / Sports / আপনাদের সাবজেক্ট তো একটাই: গণমাধ্যমের উদ্দেশ্য নাসির

আপনাদের সাবজেক্ট তো একটাই: গণমাধ্যমের উদ্দেশ্য নাসির

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম একজন খেলোওয়ার নাসির হোসেন। তিনি বেশ কিছু দিন ধরে দ্বিতীয় বিবাহকে ঘিরে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন। সম্প্রতি এই সমালোচনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। পু/লি/শ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে নাসির ও তার স্ত্রী তামিমার বিবাহ অবৈধ। এই প্রসঙ্গে বেশ বিপাকে পড়েছেন নাসির।

ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। বিয়ে নিয়ে জলঘোলা হয় অনেক। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্য/ভি/চা/র ও মানহানির অভিযোগে নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে একটি প্রতিবেদন দাখিল করেছে পু/লি/শ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পি/বি/আই)। মামলার তদন্তে নাসির, তামিমা ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেয় পি/বি/আই।

তবে স্বাভাবিক জীবনযাপন করছেন নাসির। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইনডোরে ফিটনেস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তিনি। রংপুর বিভাগের এই ক্রিকেটার ফিটনেস পরীক্ষায়ও অংশ নেন। নাসির এই টেস্টে ১৭.৪ পেয়ে পাস করে গেছেন। স্টেডিয়াম ছাড়ার পথে নাসিরের সঙ্গে গণমাধ্যমের কথা বলার চেষ্টা করে। হাসিমুখে নাসির বলেন, ‘আপনাদের সাবজেক্ট তো একটাই…। ওই ইস্যু নিয়ে এখন কোনও কথা নয়।’

রাকিব হাসানের প্রথম স্ত্রী তামিমা। তিনি রাকিবকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন। দেশের ধর্মীয় বিধিবিধান এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ৷

About

Check Also

এশিয়া কাপ আয়োজন করতে রাজি নয় বাংলাদেশ, কারন জানালেন পাপন

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক ইতিবাচক নয়, যার কারণে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন নিয়ে একটি বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *