সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ আবদুল লতিফ সিদ্দিকী (Abdul Latif Siddique) সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনা (Sheikh Hasina)–এর দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “আমরাও তো পালাইছি। যেমন আমি দুইবার দেশত্যাগ করেছি, ৭১ ও ৭৫ সালে। দুইবারই গোপনে, সতর্কতার সঙ্গে সীমান্ত পার হয়েছি।”
গোপনে দেশত্যাগ বনাম হেলিকপ্টারে প্রস্থান
আবদুল লতিফ সিদ্দিকী শেখ হাসিনার দেশত্যাগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, “অন্যান্য দেশে রাষ্ট্রবিপ্লব হলে, জনবিস্ফোরণ হলে রাষ্ট্রনেতারা নিহত হয়। আমি কোনো লেখালেখিতেও দেখলাম না, শেখ হাসিনা কীভাবে হেলিকপ্টারে করে পালালেন?”
তিনি আরও বলেন, “আমরা কেন বলছি পালাইছে? দেশত্যাগ তো পালানোই, সেটা গোপনে হওয়া উচিত। কিন্তু সে তো হেলিকপ্টারে গেল, তাও মিলিটারি হেলিকপ্টারে!”
‘ক্ষমতা হারানো শেখ হাসিনার পরিণতি কর্মফলের ফল’
আওয়ামী লীগ (Awami League) সরকার পতনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “শুধু তার (শেখ হাসিনা) নয়, সে তো ব্যক্তি নয়, সে একটি দলের সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিল। কেউ কেউ বলে সে প্রদীপ, প্রভুত্বকামী, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ফ্যাসিস্ট।”
বিচার প্রসঙ্গে মন্তব্য
আবদুল লতিফ সিদ্দিকী তার বক্তব্যে স্পষ্ট করেন, “সে অপরাধ করেছে, এটা যদি প্রমাণ হয়, বিচার তো করতেই হবে।”
উল্লেখ্য, এই সাক্ষাৎকারের সূত্র হিসেবে একটি ইউটিউব ভিডিও উল্লেখ করা হয়েছে: সূত্র