জাতীয় নাগরিক পার্টির (National Citizens’ Party) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে বলেন, “এবার প্রথম হাসিনা মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বৈশাখ উদযাপন করতে পেরেছি।”
পহেলা বৈশাখকে জাতীয় উৎসবে রূপান্তরের আশাবাদ
তিনি বলেন, বিগত সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। তবে এবার সেই চিত্র বদলেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে পহেলা বৈশাখকে একটি পূর্ণাঙ্গ জাতীয় উৎসব হিসেবে পালন করা সম্ভব হবে।
রাষ্ট্রের সংস্কার এবং জুলাই বিপ্লব
নাহিদ ইসলাম আরও বলেন, “রাষ্ট্রের নবায়ন হোক চাই। জুলাইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। তবে রাষ্ট্র কাঠামো যদি অপরিবর্তিত থাকে, তাহলে জুলাই বিপ্লব ব্যাহত হবে।” তিনি জানান, জুলাই আন্দোলন কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, এটি রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের আন্দোলন। তিনি বিচার ও সংস্কার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
এনসিপির লক্ষ্য: গণপরিষদ নির্বাচন
আলোচনায় তিনি বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে অগ্রসর হচ্ছে এবং ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার অব্যাহত থাকবে।
অন্তর্বর্তী সরকারের ভূমিকা
অনুষ্ঠানে আখতার হোসেন, এনসিপির সদস্য সচিব বলেন, “রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন, তা অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারা এই সংস্কারগুলোকে চালিয়ে নিতে পারেন।”