‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে (Tarique Rahman)’—এমন স্লোগানে মুখর হয়ে উঠেছিল ঢাকা (Dhaka) আদালত প্রাঙ্গণ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত (Dhaka Metropolitan Sessions Judge Court) এলাকায় এই মিছিল করে বিএনপিপন্থি আইনজীবীরা।
আইনজীবীদের নেতৃত্বে মিছিল
ঢাকা আইনজীবী সমিতির (Dhaka Bar Association) সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম (Syed Nazrul Islam) এর নেতৃত্বে শতাধিক আইনজীবী এই মিছিলে অংশগ্রহণ করেন। দুপুর ১টার দিকে সমিতির সামনে থেকে শুরু হওয়া মিছিলটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত ঘুরে আবার সমিতির সামনে গিয়ে শেষ হয়।
নেতাদের উপস্থিতি
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট (Nationalist Lawyers Forum Dhaka Bar Unit) এর আহ্বায়ক খোরশেদ আলম (Khorshed Alam), সদস্য সচিব নিহার হোসেন ফারুক (Nihar Hossain Faruk), আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান (Hossain Ali Khan Hasan), বর্তমান কোষাধ্যক্ষ আবদুর রশিদ মোল্লা (Abdur Rashid Molla) এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ (Abul Kalam Azad)।
‘ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্রের ডাক’
মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ নজরুল ইসলাম বলেন, “ফ্যাসিস্ট যেন আর ফিরে আসতে না পারে, সেজন্য আমরা আদালত প্রাঙ্গণে মিছিল করেছি। জনগণ চায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসুক। আমরা তার অপেক্ষায় আছি। এই দেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে তিনি হাল ধরবেন।”