অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল (Asif Nazrul) সাফ জানিয়ে দিয়েছেন, “নির্বাচন জুনের পরে যাবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা বাস্তবায়ন করা হবে।” বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নির্বাচন আর দেরি নয়
প্রেস ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, “যে যাই বলুক, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কালক্ষেপণের কোনও সুযোগ নেই। দেরি হলেও সেটা কোনওভাবেই জুন অতিক্রম করবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচন বিষয়ে উপদেষ্টাদের যে বক্তব্যই থাকুক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। এবং তিনি আগেই বলেছেন—ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে।”
বিএনপির সঙ্গে গঠনমূলক আলোচনা
সংস্কার নিয়ে বিএনপির অবস্থানকে তিনি ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। আসিফ নজরুল বলেন, “সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। তাদের নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে। তারা সহযোগিতামূলক মনোভাব দেখাচ্ছেন।”
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)র বিচার বিলম্বিত হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনার বিচারে কোনো বিলম্ব হচ্ছে না। ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে। তার তদন্ত চলছে এবং প্রসিকিউশনকে সরকার সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রমাণের ভিত্তিতে আইনানুগ পদ্ধতিতে সব কিছু চলবে। তবে সরকার বিচারের গতি বাড়াতে আগ্রহী এবং কোনো দোষী যাতে ছাড় না পায় তা নিশ্চিত করা হবে।”
প্রসঙ্গত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন যে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। এ প্রেক্ষিতে আইন উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।