ডিবি হারুন ব্যক্তিগতভাবে ফোন দিতেন, অভিযোগ ডা. সাবরিনার

সাবেক ডিবি (গোয়েন্দা শাখা) প্রধান হারুন অর রশিদ (Harun Or Rashid) তাকে নিয়ম বহির্ভূতভাবে একাধিকবার তলব করেছিলেন বলে অভিযোগ তুলেছেন চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম (Sabrina Islam)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গ্লোবাল টিভিতে প্রচারিত একটি টকশোতে এসব অভিযোগ করেন ডা. সাবরিনা। অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি যখন দেশের বাইরে ছিলাম, তখনও হারুন স্যার তিনবার আমাকে আনঅফিসিয়ালি কল করেছিলেন। অথচ অফিসিয়ালভাবে ডাকলে সেটা হতো থানার ওসির মাধ্যমে। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ফোন করে বলতেন, ‘একটু আসেন, কথা আছে।’ আমি পরে আর সাড়া দিইনি।”

‘নাটক সাজানোর প্রস্তুতি নিতেন’

ডা. সাবরিনা অভিযোগ করেন, “হারুন স্যার আমাকে ডাকার আগে সাংবাদিকদের জানিয়ে রাখতেন যেন নাটক হয়। আমি যেতাম, দেখি মিডিয়া আগে থেকেই প্রস্তুত।”

তিনি আরও বলেন, “কারাগার থেকে মুক্তির পর আমি মিডিয়ায় কথা বলেছি বলে তিনি অসন্তুষ্ট হন। এমনকি আমি একটি বই লিখেছিলাম, সেখানে সমকামিতার প্রসঙ্গ থাকায় সেটি বাজেয়াপ্ত করেন তিনি।”

তার ভাষায়, “তখন তিনি ক্ষমতার শীর্ষে ছিলেন, আমি ভয় পেয়ে চুপ ছিলাম। এখন সেসব বলছি, কারণ এখন সেই ভয়ের জায়গা নেই।”

বই বাজেয়াপ্ত নিয়ে বিতর্ক

ডা. সাবরিনা দাবি করেন, তার লেখা বইতে সমকামিতা নিয়ে একটি অধ্যায় থাকায় সেটিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের মাধ্যমে বইটি বাজেয়াপ্ত করা হয়। “আমার লেখার স্বাধীনতা খর্ব করা হয়েছে,”— বলেন তিনি।

এই অভিযোগের বিষয়ে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।