রাস্তায় নামলে উপদেষ্টাদের দেশ ছাড়তে হবে: হুঁশিয়ারি দিলেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর (Nurul Haque Nur) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে।” বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

‘আপনারা তো রক্ত দেননি, গুম হননি’

নুর লেখেন, “ভুলে যাবেন না, এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই, জেলে যান নাই, নির্যাতনের শিকার হন নাই, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি।” তাই গণআন্দোলনের ফসলকে মাটি চাপা দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

লুটেরা-মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান

নুর বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রতি বলছি—লুটেরা ও মাফিয়াদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নিন। এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না।”

তিনি উল্লেখ করেন, ১/১১ সময়েও শীর্ষ রাজনীতিকদের পাশাপাশি ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের গ্রেফতার করা হয়েছিল। অথচ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অনেক লুটেরা-মাফিয়াকে নিরাপদ প্রস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে।

বসুন্ধরা, ওরিয়ন, এশিয়াটিকের নাম উল্লেখ

নুর লেখেন, “ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু, দখলবাজ বসুন্ধরা ও ওরিয়নের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।” একইসঙ্গে তিনি এস আলম গ্রুপ (S. Alam Group), তমা কনস্ট্রাকশন (Toma Construction), এনডিই ও এশিয়াটিক গ্রুপ (Asiatic Group)–এর নাম উল্লেখ করে বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপদেষ্টাদের সতর্কবার্তা

পোস্টের শেষাংশে তিনি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা উপদেষ্টা হয়ে যদি মাফিয়াদের রক্ষা করতে আসেন, তাহলে আপনাদেরও রক্ষা পাওয়া কঠিন হবে। আমরা রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে।”