নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওসি জিডির আবেদন জমা দেওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন এবং কম টাকা দেখে বলছেন—‘কম টাকা দিলে ইজ্জত থাকে?’
ভাইরাল ভিডিও ও বক্তব্য
শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওসির কক্ষে দুই ব্যক্তি বসা এবং একজন আবেদনপত্রের সঙ্গে টাকা দেন। সেই সময় ওসি বলেন, “এত কম টাকা দিলে ইজ্জত থাকে?”
ঘটনাটি কবে ঘটেছে তা নিশ্চিত করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপি সভাপতি বেলায়েত হোসেনের সঙ্গে ওসির কথোপকথনের সময় ধারণ করা। এ বিষয়ে বেলায়েত হোসেন বলেন, “ঘটনাটি আমার মনে নেই।”
ওসির বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ
ওসির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিনের। প্রায় প্রতিদিন ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ তৎপর নয় বলে অভিযোগ উঠেছে। জনগণ নিজেরাই রাত জেগে পাহারা দিয়েও নিরাপদ নয়। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
ভিডিও ভাইরাল হওয়ার পর এই ক্ষোভ আরও চরমে পৌঁছায়।
ওসির প্রতিক্রিয়া
এই বিষয়ে যোগাযোগ করা হলে ওসি মো. এনায়েত হোসেন বলেন, “আমি পরে কথা বলছি”—বলে ফোন কেটে দেন।


