নির্বাচনকালীন সময়ের জন্য তিন মাস মেয়াদি একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (Bangladesh Nationalist Party (BNP))। রবিবার (২০ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission)–এর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed)।
এনসিসি আইন প্রণয়নে আপত্তি
বিএনপি স্পষ্ট জানিয়েছে, তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) আইন প্রণয়নের বিষয়ে একমত নয়। দলটির মতে, এনসিসি গঠন করে রাষ্ট্রীয় নিয়োগ বা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার ধারণা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “একই ব্যক্তি সরকারপ্রধান ও দলপ্রধান হতে পারবেন না— এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও দেখা যায়, পার্টি প্রধানই সরকার প্রধান হয়ে থাকেন।”
তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব
বিএনপি নির্বাচনকালীন সময়ে তিন মাসের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে মত দিয়েছে। এই সরকার শুধুমাত্র রুটিন কাজ পরিচালনা করবে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। দলটির দাবি, নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট পরিচালিত হলে তা জনগণের প্রকৃত রায় প্রতিফলিত করবে।
অন্য প্রস্তাব
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন কি না— সেটি রাজনৈতিক দলের উপরেই নির্ভর করা উচিত। এ বিষয়ে কোনো বাধ্যতামূলক আইন থাকা উচিত নয়। তবে বিএনপি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে মত দিয়েছে।
প্রেক্ষাপট
গত বৃহস্পতিবারও বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফা বৈঠকে অংশ নেয়। সংস্কার, নির্বাচন ও সংবিধান সংশোধন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক সমাধানের দিকে এগোতে চায় অংশীদার রাজনৈতিক দলগুলো।