ঘুষ দাবির অডিও ভাইরাল: শ্রীপুর থানার ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর বিস্ফোরক অভিযোগ

গাজীপুর (Gazipur) জেলার শ্রীপুর থানা (Sripur Thana)র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল (Zainal Abedin Mondol)র সঙ্গে কথিত একটি ঘুষ দাবির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তাকে লক্ষাধিক টাকা ঘুষ দাবি করতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে।

ব্যবসায়ীর বিস্ফোরক অভিযোগ

শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের ঝুট ব্যবসায়ী সেলিম শিকদার জানিয়েছেন, ভাইরাল হওয়া অডিও রেকর্ডটি তার এবং ওসির মধ্যে কথোপকথন। তিনি বলেন, “ওসি প্রথমে এক লাখ টাকা ঘুষ দাবি করেন, পরে দাবির পরিমাণ বাড়িয়ে পাঁচ লাখে নিয়ে যান। আমি দিতে রাজি না হওয়ায়, আমার বিরুদ্ধে রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার করা হয়।”

সেলিম দাবি করেন, তাকে থানায় ডেকে নিয়ে প্রতি মাসে দুই লাখ টাকা করে ঘুষ দিতে বলা হয়। প্রথমে এক লাখ, পরে দেড় থেকে দুই লাখ টাকা করে দিতে বাধ্য হন তিনি। একপর্যায়ে টাকা না দিলে ৫৪ ধারায় গ্রেফতার করে ১০ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভয়ভীতি ও চাপে ‘ভুয়া ভিডিও স্বীকারে’ চাপ

সেলিম আরও জানান, অডিও ফাঁস হওয়ার পর ওসি তাকে ভয় দেখিয়ে বলেন, “ফেসবুক লাইভে এসে বলবেন রেকর্ড ভুয়া, তাহলে সমস্যা হবে না।” এমনকি ‘প্রস্তুত করা বক্তব্য’ পড়ে লাইভে আসার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ।

ওসির বক্তব্য: ‘অডিওটি এডিট করা’

অন্যদিকে ওসি জয়নাল আবেদীন মণ্ডল দাবি করেছেন, “এটি আমার কণ্ঠ নয়। কিছু অসাধু চক্র আমার বক্তব্য এডিট করে ছড়িয়েছে।”

অডিওতে কী শোনা যায়

ভাইরাল অডিওতে একাধিকবার ঘুষ দাবি, ভয়ভীতি ও ব্যবসার সুযোগ-সুবিধার জন্য অর্থ চাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। কথোপকথনে ব্যবসায়িক স্বার্থে পেছন থেকে ‘গোপনে পরিচালনা’ এবং রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সুবিধা নেওয়ার কথাও উঠে এসেছে।

ওসি রেকর্ডে বলেন, “তোমার নানাকে বইলো আমাকে লাখ পাঁচেক টাকা দিতে। আমি এত চাপ নিচ্ছি… তোমরা গেঞ্জি দাও না, ফুল হাতা দাও না…।”

এই অডিও ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত ঘোষণা করা হয়নি।