সরকারি বাঙলা কলেজ ছাত্রদল (Govt. Bangla College Chhatra Dal) এর সদ্য বহিষ্কৃত সদস্য সচিব ফয়সাল রেজা স্ত্রী শিখার আনা প্রতারণা, নির্যাতন, অর্থ আত্মসাৎ ও গোপনে তালাক দেওয়ার অভিযোগে পদ হারানোর পর নিজেকে নির্দোষ দাবি করে পাল্টা বক্তব্য দিয়েছেন।
সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে ফয়সাল বলেন, “তার তো আওয়ামী লীগের (Awami League) সাথে সরাসরি সম্পৃক্ততা আছে। আমাকে সে ডিবি দিয়ে ধরাবে, সংবাদ সম্মেলন করবে, বাংলাদেশ ছাড়া করবে—এইসব হুমকি দিত।”
বিয়েতে জোর ও টাকা দাবি করার অভিযোগ
ফয়সাল দাবি করেন, স্ত্রী শিখা আগে থেকেই ডিবি পুলিশ (DB Police) কর্মকর্তা হারুন ও আশরাফের সঙ্গে যোগাযোগ রাখতেন। “সে ডিবির মাধ্যমে আমাকে আটকিয়ে জোর করে বিয়েটা করেছিল এবং টাকা দাবি করেছিল,” বলেন তিনি।
আরেকজনের সঙ্গে বিবাহের অভিযোগ
ফয়সাল পাল্টা অভিযোগ করে বলেন, “শিখা আরেক ছেলের সঙ্গে ৩০ লাখ টাকা কাবিনে বিয়ে করেছে। অথচ বিয়ের সময় আমাকে গোপন করেছে যে সে আগে থেকেই বিবাহিত এবং তার দুটি মেয়ে আছে।”
মীমাংসায় ১০ লাখ টাকা পরিশোধের দাবি
তিনি আরও জানান, দুই পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা দিয়ে তালাক মীমাংসা করেছেন। “আমি বাঁচার জন্য ১০ লাখ টাকায় তার সাথে আমি মিটমাট করি,” বলেন তিনি।
দলের পদচ্যুতি
২১ এপ্রিল, স্ত্রী শিখার অভিযোগের ভিত্তিতে ফয়সাল রেজাকে ছাত্রদল (Chhatra Dal) থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনটি জানায়, বিষয়টি তদন্তাধীন থাকায় তাকে পদ থেকে সরানো হয়েছে।
ফয়সাল বলেন, “আমি দলকে প্রমাণ করবো আমি দোষী নই, আমি নির্দোষ।”