পুরোনো স্ট্যাটাস ভাইরাল: ক্ষমতায় এলে যা করতেন বলেছিলেন ড. আসিফ নজরুল

বর্তমানে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল (Asif Nazrul)–এর একটি পুরোনো ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২০২০ সালের ১২ জুন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেই পোস্টে তিনি ক্ষমতায় থাকলে কী কী করতেন, তা তুলে ধরেছিলেন।

“ক্ষমতা থাকলে এসব করতাম”—ড. নজরুলের সেই পোস্ট

ওই পোস্টে আসিফ নজরুল লিখেছিলেন—

“যদি ক্ষমতা থাকতো আইন করতাম—

🔹 বর্তমান বা সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না।
🔹 তাদের সন্তানরা ক্ষমতা, চাকরি বা ব্যবসার মাধ্যমে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না।
🔹 সপ্তাহে অন্তত একদিন গণপরিবহণে চলাচল করতে হবে।
🔹 রাস্তায় চলার সময় অন্য যানবাহন থামানো যাবে না।
🔹 বিদেশ সফরে অতিজরুরি ছাড়া সফরসঙ্গী নেওয়া যাবে না এবং সংসদকে জানাতে হবে।
🔹 জনগণের টাকায় কিছু উদ্বোধন বা সহায়তার ক্ষেত্রে নিজের নাম ব্যবহার নিষিদ্ধ।
🔹 ‘মহামান্য’ বা ‘মাননীয়’ বলে সম্বোধন করা যাবে না।
🔹 পরিবারসহ দেশে-বিদেশে সব সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে।
🔹 দুদকের স্বাধীন ইউনিট তাদের ওপর নজর রাখবে।
🔹 যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী—তাদের জীবন নরক বানিয়ে দিতাম।”

ভাইরাল হওয়ার পেছনের কারণ

বর্তমানে তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হওয়ায়, সেই স্ট্যাটাসের প্রতিটি বক্তব্য ঘিরে এখন আলোচনা চলছে। নেটিজেনরা প্রশ্ন তুলছেন—তিনি যা বলেছিলেন, তা কি এখন তিনি বাস্তবায়ন করছেন? তার অনুসারীরা যেমন আশাবাদী মন্তব্য করছেন, তেমনি সমালোচকদের একাংশ বলছেন, “বক্তব্য আর বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক।”

অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, “স্যার, এবার সুযোগ পেয়েছেন, এখন দেখে দেবেন।” কেউ কেউ আবার লিখেছেন, “আপনার দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন আমরা দেখতে চাই।”

পটভূমি ও প্রাসঙ্গিকতা

গত বছর (২০২৪) ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) এর নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেয়। সেই সরকারে আইন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন ড. আসিফ নজরুল।

জনমনে এখন প্রশ্ন—এই স্ট্যাটাসের আদর্শ অনুসারে কতটুকু সিদ্ধান্ত বা আইন প্রণয়ন হচ্ছে? তবে এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলোর কোনো বাস্তবায়ন পর্ব শুরু হয়েছে কিনা, সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।