ভিন্নধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান আমির শফিকুর রহমানের

জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) আমির শফিকুর রহমান বলেছেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যেন জামায়াতের ব্যানারে আগামী নির্বাচনের প্রস্তুতি নেন। নতুন বাংলাদেশ গঠনে অংশীদার হতে তিনি তাদের আহ্বান জানান।

বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত ‘ভিন্নধর্মাবলম্বী প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জামায়াত ক্ষমতায় গেলে নিরাপত্তার আশ্বাস

শফিকুর রহমান বলেন, “ধর্ম ও পেশার ভিত্তিতে বিভাজন সমাজে বৈষম্য তৈরি করে, আমরা তা ঘৃণা করি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল ভিন্নধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করাকে আমরা পবিত্র দায়িত্ব হিসেবে দেখব।”

তিনি বলেন, “আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে কোনো মন্দির, চার্চ বা মঠ পাহারা দিতে হবে না।”

মবের বিরুদ্ধে কঠোর অবস্থান

সম্প্রতি ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সমালোচনার মুখে পড়া প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “আমি কোনো মবের পক্ষে নই। কেউ অপরাধ করলে তার বিচার হবে আইনি প্রক্রিয়ায়।”

ভিন্নধর্মাবলম্বীদের দাবি

সমাবেশে উপস্থিত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নেতারা জামায়াতের প্রতি তাদের দাবি তুলে ধরেন।
বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটি-র সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, “আমাদের আট দফা দাবি নির্বাচনী ইশতেহারে যুক্ত করার প্রত্যাশা করছি।”

হিন্দু মহাজোট-এর মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “১৯৫৪ সাল থেকে আমরা আওয়ামী লীগের কাছে জিম্মি ছিলাম। এখন আমরা সেই জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছি। সংসদে নিজেদের কণ্ঠস্বর প্রতিষ্ঠা করতে চাই।”

অন্যান্য অংশগ্রহণকারী ও জামায়াত নেতৃবৃন্দ

সভায় সভাপতিত্ব করেন জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, শফিকুল ইসলাম মাসুদসহ অনেকে।

প্রীতি সমাবেশে অংশ নেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়া, বাসুদেব ধর, নিবাস চন্দ্র মাঝি, বদন্ত স্বরুপানন্দ ভিক্ষু, পাস্তর তপন রায়, দিনবন্ধু রায়, শুভাশীষ বিশ্বাস, লিটন কোমল বড়ুয়াসহ আরও অনেকে।