ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)–এর ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি বিশেষ টিম।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কীভাবে ধরা পড়লেন কুতুবউদ্দিন সোহেল?
সবুজবাগ-এর পূর্ব বাসাবো এলাকায় নির্মাণাধীন লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য ডিএসসিসি’র ছাড়পত্র দরকার ছিল। এ নিয়ে করপোরেশনে আবেদন করেন সেন্টারের ম্যানেজার সাইফুল ইসলাম।
অভিযোগ অনুযায়ী, সরেজমিনে পরিদর্শনের পর কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার শর্ত হিসেবে কুতুবউদ্দিন সোহেল ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং হুমকি দেন যে, ঘুষ না দিলে ছাড়পত্র দেওয়া হবে না।
অভিযোগ পেয়ে ফাঁদ পাতে দুদক
সাইফুল ইসলাম বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের বিশেষ টিম বৃহস্পতিবার সোহেলের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে ঘুষ নেওয়ার সময় হাতে-নাতে গ্রেফতার করে।
প্রাথমিক পদক্ষেপ ও পরবর্তী ব্যবস্থা
গ্রেফতার দেখানোর পর কুতুবউদ্দিন সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।