অস্ট্রেলিয়া বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চায় এবং প্রয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তা দিতেও আগ্রহী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি।
সাক্ষাৎ শেষে সুসান রাইলি সাংবাদিকদের বলেন, “আমরা বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি। অস্ট্রেলিয়া আশা করে এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমরা নির্দিষ্ট ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত।”
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশন ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়েই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক উদ্যোগ নেওয়ার বিষয়টি ঐকমত্য কমিশনের, সে বিষয়ে ইসি কথা বলবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে যা যা দরকার, তা সম্পন্ন করছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণকে কেন্দ্র করে যথাযথ প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
সাক্ষাতে উভয় পক্ষই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।