ব্যবসায়িক আমন্ত্রণের ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক অপহরণ, বাগেরহাটে উদ্ধার

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় ‘ব্যবসায়িক আমন্ত্রণের’ ফাঁদে ফেলে তিনজন শ্রীলঙ্কান নাগরিককে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালিয়া এলাকার কাজী এমদাদ হোসেন-এর বাড়ি থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া শ্রীলঙ্কার নাগরিকরা হলেন মালাভি প্যাট্রিনা, প্যাট্রিনা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোল্লাহাট থানার দক্ষিণ আমবাড়ি এলাকার সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), কোদালিয়া এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় এলাকার জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮), ও চরকুলিয়ার এস এম শাহাব উদ্দিনের ছেলে এস এম শামসুল আলম (৪৫)।

পুলিশ জানায়, অপহৃতদের মধ্যে দুজন গত ২২ এপ্রিল শহিদুল শেখের ‘ব্যবসায়িক আমন্ত্রণে’ বাংলাদেশে আসেন। পরে তাদের শ্রীলঙ্কায় অবস্থানরত পরিবারের সদস্যদের কাছ থেকে একটি বাংলাদেশি নম্বর দিয়ে মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, “সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালিয়ে তিনজন শ্রীলঙ্কান নাগরিককে মুক্ত করি এবং অপহরণকারী চারজনকে গ্রেফতার করি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”

মোল্লাহাট থানায় গ্রেফতারদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ দাবি ও আন্তর্জাতিক প্রতারণার ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।