৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ-এর একাধিক সাবেক মন্ত্রী, এমপি ও নেতারা বিদেশে পালিয়ে গেছেন। এদের কেউ কেউ অবস্থান করছেন যুক্তরাজ্য, দুবাই, ভারত, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর-সহ বিভিন্ন দেশে। সেখানে তারা লুণ্ঠিত অর্থে রাজার হালে বিলাসবহুল জীবনযাপন করছেন।
প্রচলিত বাংলা প্রবাদ অনুযায়ী, ‘যার দুই কান কাটা, সে আর কিছু ঢাকে না’—এ কথাটি যেন মিলে যায় এই দুর্নীতিবাজ, অনুশোচনাহীন লুটেরাদের সঙ্গে।
লন্ডনের বিয়েতে লুটেরাদের উপস্থিতি
সম্প্রতি লন্ডন-এ এক আওয়ামী নেতার ছেলের বিয়েতে সাবেক চার মন্ত্রীকে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে যে বিলাসিতা দেখা গেছে, তা ছিল তাদের বিদেশি জীবনযাত্রার এক ক্ষুদ্র অংশমাত্র।
সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের বিস্তার
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ২০০টির বেশি ফ্ল্যাট ও বাড়ির মালিক। দুবাইয়ে রয়েছে সাতটি অ্যাপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রেও রয়েছে দুটি ফ্ল্যাট। তিনি এখন লন্ডনে স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যবসায় ব্যস্ত।
নসরুল হামিদের লুটের কাহিনি
নসরুল হামিদ বিপু বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। তার নামে এবং স্ত্রী-সন্তানদের নামে দুবাইতে বিপুল সম্পদ রয়েছে। বেশিরভাগই বেনামে। সম্প্রতি ঢাকায় তার কিছু সম্পত্তি জব্দ হলেও এতে তার মূল লুট ভান্ডারে কোনো প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
লোটাস কামালের বৈদেশিক সম্পদ
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বর্তমানে সপরিবারে দুবাইয়ে অবস্থান করছেন। দুবাই, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তার বিপুল বিনিয়োগ রয়েছে। তার মেয়ে এসব দেশে ব্যবসার সঙ্গে জড়িত।
ভারতীয় আড্ডা: নিউ টাউনেই লুটেরার আবাস
ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহিদ মালেক, তোফাজ্জল হোসেন মিয়া, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ কলকাতার নিউ টাউনে বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছেন। তাদের বিরুদ্ধে রয়েছে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ।
ইউরোপে গড়ে উঠছে ‘লুটেরার সাম্রাজ্য’
সাবেক মন্ত্রী আবদুর রহমান, শ ম রেজাউল করিম, হাছান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ লন্ডনে একাধিক বাড়ি ও ফ্ল্যাটের মালিক। হাছান মাহমুদের স্ত্রী ও সন্তান বেলজিয়ামে অবস্থান করছেন। ব্রাসেলসেও রয়েছে তার ফ্ল্যাট ও কোম্পানি।
শীর্ষক লুটেরাদের অবস্থান ও বিনিয়োগ
- দুবাইতে বিপুল সম্পদ: নসরুল হামিদ, লোটাস কামাল, শামীম ওসমান
- লন্ডনে একাধিক বাড়ি: আবদুর রহমান, শ ম রেজাউল করিম, হাছান মাহমুদ
- যুক্তরাষ্ট্রে লুটেরার আস্তানা: বিপ্লব বড়ুয়া সহ অন্তত পাঁচজন সাবেক মন্ত্রী ও এমপি
- সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়ায়ও বিনিয়োগের খবর মিলেছে
সরকারের অবস্থান ও জনদাবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্টরা মনে করেন, আন্তর্জাতিক ফোরামে তৎপরতা না বাড়ালে এই বিপুল অর্থ উদ্ধার অসম্ভব হয়ে পড়বে।
জনগণ এখন প্রশ্ন তুলছে—এসব ‘গণশত্রুদের’ সম্পদ আদৌ উদ্ধার হবে তো?