আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul) বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) নির্বাচনের যে সময়সূচি দিয়েছেন, তাতে কোনো ব্যত্যয় হবে না।
সম্প্রতি রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে যুগান্তর প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক ইস্যুতে কথা বলেন তিনি।
প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ (Awami League) সভানেত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিচারের হুঁশিয়ারি দিয়েছেন, এতে তিনি কোনো চাপবোধ করছেন কিনা। জবাবে আসিফ নজরুল বলেন, ‘‘প্রশ্নই আসে না। কোনো চাপবোধ করছি না। বরং উনার কথাগুলো হাস্যকর মনে হয়।’’ তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে আসার জন্য আহ্বান জানানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে প্রত্যর্পণের আবেদনও করা হয়েছে।
আসিফ নজরুল মন্তব্য করেন, শেখ হাসিনা মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন আচরণ করেন। এত মানুষ হত্যার পরও কবিতা আবৃত্তি করা সুস্থ মনের পরিচায়ক নয় বলেও উল্লেখ করেন তিনি।
গণঅভ্যুত্থানের পর কেন বিপ্লবী সরকার গঠিত না হয়ে অন্তর্বর্তী সরকার হয়েছে—এমন প্রশ্নের উত্তরে ড. আসিফ নজরুল বলেন, “তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন আকস্মিক ছিল। তাই সুনির্দিষ্ট রোডম্যাপ ও বাহিনীর প্রস্তুতি ছাড়াই অন্তর্বর্তী সরকার গঠিত হয়।” তিনি আরও বলেন, যদি শেখ হাসিনা আরও দিন ক্ষমতায় থাকতেন এবং গণহত্যা চালাতেন, তাহলে এটি একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিতে পারত।
তিনি বিশ্বাস করেন, দেশের সামনে যে নির্বাচন আসছে, তা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক ধারা বজায় থাকবে।