কারাগারে উচ্ছৃঙ্খল আচরণে বিরক্তি, সালমান-শাজাহানের মাস্তানিতে অতিষ্ঠ অন্যান্য বন্দিরা

কারাগারে আটক সালমান এফ রহমান (Salman F Rahman) ও শাজাহান খান (Shajahan Khan)–এর উচ্ছৃঙ্খল আচরণে বিরক্তি প্রকাশ করেছেন একই কারাগারে থাকা অন্যান্য ভিআইপি বন্দিরা।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সালমান এফ রহমান সব সময় চিল্লাচিল্লি করেন এবং নানা অতিরিক্ত সুবিধা দাবি করেন, যা অন্য বন্দিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। অন্যদিকে, শাজাহান খান পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কাউকে কাউকে ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন।

কারাগারের অন্যান্য ভিআইপি বন্দিদের মধ্যে আছেন হাসানুল হক ইনু (Hasanul Haq Inu), আনিসুল হক (Anisul Huq), আব্দুর রাজ্জাক (Abdur Razzak), জুনাইদ আহমেদ পলক (Zunaid Ahmed Palak), সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন (Abdullah Al Mamun) এবং অনেক সাবেক মন্ত্রী ও এমপি।

সালমান এফ রহমানের অতিরিক্ত দাবি এবং উগ্র আচরণের কারণে তাঁকে আলাদা সেলে স্থানান্তর করা হয়েছে। একইসঙ্গে টিভি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদনও করেন, যা নাকচ করা হয়।

অন্যদিকে, জুনাইদ আহমেদ পলক অধিকাংশ সময় সেলে গান গেয়ে সময় কাটান। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কারাগারে আশাবাদী মনোভাব দেখিয়ে বলেছেন, “ড. ইউনূস (Dr. Muhammad Yunus) সরকারের মেয়াদ বেশিদিন নয়।”

কারাগারে বন্দি অবস্থায় কেউ বিষণ্ণ হয়ে পড়েছেন, কেউ আবার নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। উল্লেখযোগ্যভাবে, আবদুর রাজ্জাক প্রায়ই সেলে বসে কাঁদেন, আর আবদুল্লাহ আল মামুন অধিকাংশ সময় বইপাঠে মগ্ন থাকেন।

বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ৬৭ জন এবং গাজীপুরের কাশিমপুরে ৫৮ জন ভিআইপি বন্দি রয়েছেন। মোট ১৪৫ জন ভিআইপি বন্দি দেশের বিভিন্ন কারাগারে অবস্থান করছেন। কারা কর্তৃপক্ষ বলছে, ডিভিশনপ্রাপ্ত বন্দিদের নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে, তবে অতিরিক্ত দাবির ক্ষেত্রে নীতিমালা বহির্ভূত সুবিধা দেওয়া সম্ভব নয়।