আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন ইউপি চেয়ারম্যান

গোপালগঞ্জ ([Gopalganj]) জেলার কোটালীপাড়া উপজেলা ([Kotalipara Upazila])র পিঞ্জুরী ইউনিয়ন ([Pinjuri Union]) আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার ([Abu Said Sikder]) আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নিজ বাড়ির সামনে নির্মিত নৌকা ভাস্কর্য ভেঙে ফেলেছেন।

আজ রবিবার সকালে কাকডাঙ্গা গ্রামে নিজ উদ্যোগে নির্মিত ইট, বালু, সিমেন্ট ও রডের তৈরি দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্যটি তিনি নিজ উপস্থিতিতে ভেঙে ফেলেন। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন আবু ছাইদ শিকদার। তিনি প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ([Sheikh Mohammad Abdullah])র ভাগ্নে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু ছাইদ শিকদার দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্বে ছিলেন এবং তাঁর মামার প্রভাব খাটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ব্যাপক দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন কাজী মুক্তা। তিনি আরও বলেন, “দলের দুর্দিনে আবু ছাইদ শিকদারের এই কর্মকাণ্ডে আমরা হতভাগ্য।”

এ বিষয়ে আবু ছাইদ শিকদার বলেন, “যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়েছে। আদর্শচ্যুত হয়েছে তাই পালিয়েছে। সেই দল আর করবো না। সে এলেও আওয়ামী লীগ করবো না।”

আবু ছাইদ শিকদারের দল ছাড়ার ঘোষণায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।