দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ([Asif Mahmud Sajib-Bhuiyan]) এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ([Nurjahan Begum])–এর এপিএস মো. মোয়াজ্জেম হোসেন ও পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ([ACC])।
রোববার (২৭ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন ([Md Akhtar Hossain]) এক ব্রিফিংয়ে জানান, দুদক আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং গোয়েন্দা ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে।
এর আগে যুব অধিকার পরিষদ ‘মার্চ টু দুদক’ কর্মসূচির মাধ্যমে দুই উপদেষ্টার এপিএস ও পিও’র দুর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি জমা দেয়।
২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে এপিএস মোয়াজ্জেম হোসেনকে এবং এর আগে তুহিন ফারাবিকে দুর্নীতির অভিযোগের কারণে অব্যাহতি দেওয়া হয়। দুদক মহাপরিচালক জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই অগ্রগতি জানানো হবে।