দেশের স্বার্থে জনগণ ঝুঁকি নিতে দ্বিধাবোধ করে না : ড. কামাল হোসেন

গণফোরাম ([Gono Forum])’র প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন ([Dr. Kamal Hossain]) বলেছেন, দেশের স্বার্থে জনগণ কখনো ঝুঁকি নিতে দ্বিধাবোধ করে না। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ([National Press Club]) তার ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জন্মউৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, ‘জনগণ প্রমাণ করেছে বহুবার, তারা দেশের স্বার্থে ঐক্য ধরে রাখে এবং যেকোনো ঝুঁকি নিতে পিছপা হয় না। বাংলাদেশের জনগণ গণতন্ত্র এবং আইনের জন্য যে সংগ্রাম করেছে, তা বিশ্বব্যাপী প্রশংসিত।’ তিনি নতুন প্রজন্মের ওপর আস্থা রেখে বলেন, তারা কখনো গণতন্ত্রের প্রশ্নে পিছুপা হবে না।

তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলেছি। দেশের প্রতিটি জেলা ও থানায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দিতে হবে।’ ড. কামাল আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে বাংলাদেশের তরুণ প্রজন্ম দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে।

জাসদ ([JASAD])’র সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া ([Sharif Nurul Ambia]) বলেন, ‘অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে জবাবদিহিতার অভাব হয়।’ তিনি রাজনীতিতে গোয়েন্দা সংস্থার নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলে বলেন, তা বন্ধ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

গণফোরাম সভাপতি আলতাফ হোসেন ([Altaf Hossain]) দেশে একটি গণতান্ত্রিক প্লাটফর্ম গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসদ ([BASAD])’র সাধারণ সম্পাদক বজলুল রশিদ ফিরোজ ([Bazlul Rashid Firoz]), গণফোরামের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান ([Dr. Mizanur Rahman]) ও প্রেসিডিয়াম সদস্য মোস্তাক আহমেদ ([Mostak Ahmed]) প্রমুখ।