দেশের ১৩তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া ([Bogra])। বিদ্যমান বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের লক্ষ্যে রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা ([Hosna-Afroza]) এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন-২ শাখার নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০ ([Local-Government-Establishment-Rules-2010]) অনুসারে বগুড়া পৌর এলাকার নির্দিষ্ট মৌজাগুলো নিয়ে সিটি করপোরেশন গঠন করা হবে। কারো কোনো আপত্তি থাকলে গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে তা দাখিল করতে বলা হয়েছে।
জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, আপত্তি নিষ্পত্তির পর প্রতিবেদন আকারে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। যাচাই-বাছাই শেষে স্থানীয় সরকার বিভাগ বগুড়া সিটি করপোরেশন ([Bogra-City-Corporation]) অধ্যাদেশ জারি করবে।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা ১৯৮১ সালে প্রথম শ্রেণির মর্যাদা পায় এবং ২০০৪ সালে এর আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটারে বৃদ্ধি পায়। বর্তমানে পৌরসভাটি ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং জনসংখ্যা প্রায় ১০ লাখ। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বগুড়া সিটি করপোরেশন গঠনের এই উদ্যোগ নেয়া হয়েছে।