ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ([Sheikh-Hasina]) বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ([Muhammad-Yunus])। রোববার (২৭ এপ্রিল) আলজাজিরা ([Al-Jazeera]) প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে আলজাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার প্রধান উপদেষ্টার কাছে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করেন। জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে নরেন্দ্র মোদি ([Narendra-Modi]) সাথে তার বৈঠক হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে ‘চুপ’ রাখার অনুরোধ করেন। কিন্তু মোদি জানান, ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম উন্মুক্ত এবং তিনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না।
ড. ইউনূস বলেন, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জন্য সমস্যা তৈরি করছে। তিনি ভারত থেকে বিবৃতি দিয়ে দেশের মানুষকে উত্তেজিত করছেন এবং এতে অন্তর্বর্তী সরকারের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে।
আলজাজিরা সূত্রে জানা যায়, শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করছেন এবং ভারতে থেকে এমন বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলছে।