বঙ্গবন্ধুর বায়োপিকে স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা (Nusrat Imrose Tisha) কোন পরিস্থিতিতে অভিনয় করেছিলেন, সে বিষয়ে ব্যাখ্যা দিতে পারবেন তিশা নিজেই—এ কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে ‘কান চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশের শর্টফিল্ম ‘আলী’-এর প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন উপদেষ্টা ফারুকী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের (তিশা-ফারুকী) দাম্পত্য জীবন পেশাগত সিদ্ধান্তে পূর্ণ স্বাধীনতার ভিত্তিতে চলে। তিশা তার ক্যারিয়ার সম্পর্কিত সিদ্ধান্ত নিজেই নিয়েছে। আমি বা সে কেউই একে অপরের পেশাগত সিদ্ধান্তে অনুমতি নেওয়ার প্রয়োজন অনুভব করি না। যে কারণে, বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের সিদ্ধান্তও তার নিজস্ব ছিল।”
উপদেষ্টা ফারুকী আরও বলেন, “আমি বুঝতে পারছি না, এখানে আমার কোনো ভুল করার প্রশ্নই আসে না। তিশা নিজেই ব্যাখ্যা দিতে পারবেন, কী পরিস্থিতিতে তিনি সেই সিদ্ধান্ত নিয়েছিলেন।”