নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ আখ্যা দিলেন এনসিপি নেতা হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party (NCP))’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) কে বাংলাদেশের ‘আগামীর প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এই মন্তব্য করেন হাসনাত। তিনি লেখেন, “শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।” একই পোস্টে তিনি নাহিদের সঙ্গে তোলা একটি ছবিও যুক্ত করেছেন।

শুভেচ্ছার বার্তায় ভেসেছে সামাজিক যোগাযোগমাধ্যম

ওই পোস্টে অনেকেই নাহিদ ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন। মো. বাবু নামে একজন লিখেছেন, “শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম! ভবিষ্যতে আপনিই হবেন আমাদের দেশসেরা হিরো।” রহমাতুল্লাহ মন্তব্য করেছেন, “নাহিদ ভাইয়ের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে।”

জাহেদুল হক মানিক লিখেছেন, “জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়।” এম নুর হাসান মন্তব্য করেন, “শুভ জন্মদিন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক।”

আয়েশা শর্মিলা মন্তব্য করেন, “শুভ জন্মদিন। জুলাই বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও যোগ্য হলে দেশ পরিচালনায় আপনাদের সমর্থন করবো। তবে বিভিন্ন সময়ে সারজিস আলম, আসিফ মাহমুদসহ অর্থ লোপাট সংক্রান্ত কিছু অভিযোগ নিয়ে হতাশা রয়েছে।”

আগেও উত্থাপিত হয়েছিল প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনার কথা

এর আগে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা শফিকুল আলম (Shafiqul Alam) নাহিদ ইসলাম সম্পর্কে মন্তব্য করেন, “দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে তিনি নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন।” তিনি আরও লেখেন, “আল্লাহ জানেন, একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে।”