জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission)’র সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ (Ali Riaz) বলেছেন, কেবল সংস্কার কমিশনগুলোর সুপারিশ যথেষ্ট নয়; রাজনৈতিক শক্তি এবং জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।
সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় সংসদ ভবনের এলডি হলে গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad)’র সাথে অনুষ্ঠিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
জনগণের আকাঙ্ক্ষার প্রতি অঙ্গীকার
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “কাগজে কী লেখা আছে তা নয়, জনগণের প্রতি অঙ্গীকার ও প্রতিশ্রুতির মাধ্যমেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।” তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য একটি জাতীয় সনদ তৈরি করা, যা ক্ষমতার বিন্যাসের পরিবর্তনের মাধ্যমে দেশের সম্ভাবনাকে উন্মোচিত করবে।”
উপস্থিত বিশিষ্টজন ও আলোচনার বিষয়বস্তু
আলোচনায় কমিশনের অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান (Iftekharuzzaman), ড. বদিউল আলম মজুমদার (Badiul Alam Majumdar), সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
গণঅধিকার পরিষদ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নুরুল হক নুরু (Nurul Haque Nur)। প্রতিনিধি দলে আরও ছিলেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খান (Rashed Khan), সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান (Faruk Hasan)সহ মোট ১০ জন সদস্য।
সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক মতামত
প্রথম পর্যায়ে গঠিত সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৩৫টি দল মতামত দিয়েছে এবং ২০টি দল কমিশনের সাথে সরাসরি আলোচনায় অংশ নিয়েছে।