ঠাকুরগাঁও (Thakurgaon) সদর উপজেলার চিলারং ইউনিয়নে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি (BNP) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুঁড়ে ফেলবে।
নেতাকর্মীদের সতর্কবার্তা
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগে তিনি বলেন, “বিএনপির কেউ যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। তা না হলে মানুষ আমাদেরও গ্রহণ করবে না।” তিনি জেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দেন, কোনো কর্মী অন্যায় করলে তাকে কঠোরভাবে দমন করতে অথবা পুলিশের হাতে তুলে দিতে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “তারা এমন কোনো খারাপ কাজ নাই যা করেনি। দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে হামলা-মামলার মাধ্যমে হয়রানি করেছে। আমরা সেই ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি।”
তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, ৫ আগস্ট শেখ হাসিনাকে পালানোর সময়ও দেয়নি মানুষ। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ (Awami League) সরকার।”
মামলা ও জেল জীবনের প্রসঙ্গ
নিজের ওপর ও দলের ওপর চলমান মামলা ও জেল জীবন নিয়ে ফখরুল বলেন, “আমি ১১১টি মামলায় অভিযুক্ত, ১১ বার জেল খেটেছি। খালেদা জিয়া (Khaleda Zia) ছয় বছর জেল খেটেছেন। দেশের প্রতিটি জেলার মানুষকে তারা মামলায় জড়িয়েছে। আমরা পালিয়ে যাইনি, মামলা লড়েছি।”
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “পারলে দেশে এসে মামলা লড়েন।”