বায়তুল মোকাররমে এনসিপি সমাবেশে নাহিদ ইসলামকে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ উপাধি দিলেন আলাউদ্দিন মুহাম্মদ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম (Baitul Mukarram)-এর দক্ষিণ গেটে গত শুক্রবার (২ মে) বিকেলে অনুষ্ঠিত এক সমাবেশে আওয়ামী লীগ (Awami League) নিষিদ্ধের দাবিতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party) বা এনসিপি (NCP) নেতারা।

সেদিন রাত ১০টার দিকে দলটির নেতা আলাউদ্দিন মুহাম্মদ (Alauddin Muhammad) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সমাবেশের নানা দিক তুলে ধরেন। তিনি লেখেন, “আজকের সমাবেশে সবচেয়ে ছোট্ট বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আখতার হোসেন আর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)।”

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “নাহিদ ইসলাম আজকের অসাধারণ বক্তব্যের পর যেভাবে স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করলেন, আমি আবারো বলতে চাই, আপনি এই তরুণ প্রজন্মের মহানায়ক। আপনার জন্য প্রযোজ্য: ‘তোমরা আমাকে একটা কার্যকরী টিম দাও, আমি বাংলাদেশকে আমূল বদলে দেব।'”

আলাউদ্দিন মুহাম্মদ তাঁর পোস্টে নাহিদ ইসলামকে ‘আল্লাহর দেওয়া উপহার’ বলেও আখ্যায়িত করেন। তিনি বলেন, “আমাদের দরকার তাকে আগামীর জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া।”

সূত্র: আলাউদ্দিন মুহাম্মদের ফেসবুক পোস্ট