[বোর্ড পরিচালকদের দায়িত্বহীনতার কড়া সমালোচনা করলেন তামিম ইকবাল]

দেশের ক্রিকেট ব্যবস্থার দুরবস্থা নিয়ে আবারও মুখ খুললেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে (National Sports Council Auditorium) অনুষ্ঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতি (Bangladesh District and Divisional Sports Organizer Association)-র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বোর্ড পরিচালকদের উদ্দেশে কড়া সমালোচনা করেন।

তামিম অভিযোগ করেন, অনেক বোর্ড পরিচালক নির্বাচিত হওয়ার পর নিজেদের জেলার প্রতি দায়িত্ব ভুলে যান এবং ক্রিকেটের উন্নয়নে কার্যকর কোনো ভূমিকা রাখেন না।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার মেজর হাফিজ উদ্দিন আহমেদ (Major Hafiz Uddin Ahmed) এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম (Aminul Islam)।

তামিম বলেন, ‘জেলা বা বিভাগ থেকে যেন শুধুমাত্র তারাই নির্বাচিত হন, যাদের সত্যিকার অর্থে ক্রিকেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং স্বপ্ন আছে।’

তিনি প্রশ্ন তোলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা ডিসিশন মেকার? তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী?’

তামিম ঘরোয়া পর্যায়ের অব্যবস্থাপনারও সমালোচনা করেন। তিনি জানান, সম্প্রতি তিনি বরিশালসহ কয়েকটি জেলা সফরে গিয়ে দেখেছেন, সেসব জায়গায় মানসম্মত কোনো ক্রিকেট লিগই হচ্ছে না।

তিনি বলেন, ‘যাদের জেলার ক্রিকেট উন্নয়নে অবদান শূন্য, তাদের ক্রিকেট বোর্ডে থাকার অধিকার নেই।’