আম-কাঁঠালের পর এবার বাংলাদেশের বর্জ্য প্রক্রিয়াজাতকরণে আগ্রহ প্রকাশ চীনের

চীনের নতুন প্রস্তাব: বাংলাদেশের বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন

বাংলাদেশ (Bangladesh)–এ যত্রতত্র ছড়িয়ে থাকা বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাতে চায় চীন (China)। দেশটির লক্ষ্য, এই বর্জ্য প্রক্রিয়াজাত করে দেশের বিদ্যুৎ ঘাটতি কমানো এবং পরিবেশ দূষণ হ্রাস করা।

বুধবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন (Yao Wen) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ (Asif Mahmud)–এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই আগ্রহের কথা জানান।


চীনের আগ্রহে সাড়া বাংলাদেশের

সাক্ষাৎকালে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, দেশের সব সিটি কর্পোরেশন (City Corporation) এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সরকার আন্তরিক। তিনি বলেন, “চীনের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে একদিকে বিদ্যুৎ ঘাটতি কমবে, অন্যদিকে পরিবেশের উপর নেতিবাচক প্রভাবও কমে আসবে।”

চীনা রাষ্ট্রদূত জানান, তাঁর দেশ একে একে বাংলাদেশের প্রতিটি সিটি কর্পোরেশনে এ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী এবং এই লক্ষ্যে নীতিগতভাবে কাজ শুরু করবে।


ক্রীড়াক্ষেত্রেও আগ্রহী চীন

শুধু বর্জ্য প্রক্রিয়াজাতকরণই নয়, বাংলাদেশে ক্রীড়া (Sports) অবকাঠামো উন্নয়নেও আগ্রহ দেখিয়েছে চীন। রাষ্ট্রদূত ওয়াও ওয়েন জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (Bangladesh National Cricket Team)–কে চীনে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হবে। তাছাড়া যেকোনো পর্যায়ের খেলোয়াড় ও কোচদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থারও আশ্বাস দেন তিনি।


এর আগেও পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে চীন

এর আগে, গত ২০ মার্চ প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) জানিয়েছিলেন, চীন বাংলাদেশ থেকে আম (Mango), কাঁঠাল (Jackfruit) ও পেয়ারা (Guava) বিপুল পরিমাণে আমদানি করতে চায়। সে সময়ও রাষ্ট্রদূত ওয়াও ওয়েন সরকারের প্রতি এই আগ্রহের কথা জানান।


সূত্র: YouTube ভিডিও লিংক