হেফাজতে ইসলাম বাংলাদেশের (Hefazat-e-Islam Bangladesh) এর কেন্দ্রীয় মহাসমাবেশে এক বিস্ফোরক বক্তব্য দিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক (Mamunul Haque)। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।
শনিবার (৩ মে ২০২৫) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান (Suhrawardy Udyan) এ আয়োজিত মহাসমাবেশে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) এর সঙ্গে আমরা একাধিকবার দেখা করেছি এবং বিনয়ের সঙ্গে অনুরোধ করেছি, আমাদের বিরুদ্ধে দায়েরকৃত ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। কিন্তু মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। আপনি কি ভুলে গেছেন, কয়েক মাস আগেও আদালতপাড়ায় ঘুরতেন আমাদের সামনে?’
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মামুনুল হক বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে, হেফাজতের কর্মীরা তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
রাখাইন ইস্যুতে মানবিক করিডোর দেয়ার প্রেক্ষাপটে তিনি বলেন, ‘একটা বার্তা দিতে চাই। মনে রাখবেন—একাত্তরে আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিঁড়েছি দিল্লির দাসত্বের জন্য নয়। আর ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনের পর বলতে চাই, আমরা নিউইয়র্কের গোলামী করার জন্যও স্বাধীন হইনি।’
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে মামুনুল বলেন, ‘বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, নারী সংস্কারের নামে ইসলাম ও কোরআনকে অবমাননা করা হয়েছে।’ তিনি দাবি করেন, নারী কমিশনের প্রস্তাবনা এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।