ভর্তুকি নিয়ে অতিরিক্ত শর্ত আরোপ করলে আইএমএফ চুক্তি থেকে সরে আসবে সরকার: ড. আনিসুজ্জামান

ভর্তুকি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) (International Monetary Fund (IMF)) অতিরিক্ত চাপ সৃষ্টি করলে সরকার চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী (Dr. Anisuzzaman Chowdhury)। শনিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (Bangladesh Agricultural Research Council)–এ ‘কৃষি বাজেট ২০২৫-২৬: টেকসই প্রবৃদ্ধি রূপরেখা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আইএমএফ যদি ভর্তুকি নিয়ে অতিরিক্ত শর্ত আরোপ করে, তাহলে সরকার প্রয়োজন হলে চুক্তি থেকে বের হয়ে যাবে। কৃষি খাতকে অবহেলা করলে চলবে না, কারণ কৃষিই দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছে।’

সেমিনারে অংশ নিয়ে কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম (Dr. Jahangir Alam) বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধির কথা থাকলেও কৃষির প্রবৃদ্ধি নিয়ে গুরুত্ব দেওয়া হয় না, যা হতাশাজনক। শিল্পায়নের প্রয়োজনে কৃষিকে পেছনে ফেলা অনুচিত।

উল্লেখ্য, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে। এরপর ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার, ১৬ ডিসেম্বর দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ২০ লাখ ডলার এবং ২০২৪ সালের ২৪ জুন তৃতীয় কিস্তিতে ১১৫ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী ২০২৬ সালের মধ্যে মোট ৬টি কিস্তিতে অর্থ ছাড়ের কথা রয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অতিরিক্ত শর্ত আরোপের কারণেই এ অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।