‘যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি চলে যায়, সে দেশে আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি।’—এমন মন্তব্য করেছেন দৈনিক মানবজমিন (Daily Manabzamin)-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী (Matiur Rahman Chowdhury)।
জাতীয় প্রেসক্লাবে সম্পাদক পরিষদের আলোচনা সভা
আজ রোববার, ৪ মে ২০২৫, জাতীয় প্রেসক্লাব (National Press Club)-এ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে সম্পাদক পরিষদ (Editors’ Council)-এর আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মতিউর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার (The Daily Star)-এর সম্পাদক মাহফুজ আনাম (Mahfuz Anam) এবং সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা (Bonik Barta)-এর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ (Dewan Hanif Mahmud)।
মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার সংকট
মতিউর রহমান চৌধুরী আরও বলেন, “গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে, প্রশ্ন করতে দিতে হবে। তাহলেই গণমাধ্যম মুক্তির স্বাদ পাবে।”
আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ
আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপি (BNP)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir), নাগরিক ঐক্য (Nagorik Oikya)-র সভাপতি মাহমুদুর রহমান মান্না (Mahmudur Rahman Manna), সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও নিউ এজ (New Age)-এর সম্পাদক নুরুল কবির (Nurul Kabir), গণসংহতি আন্দোলন (Gonoshonghoti Andolon)-এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (Zonayed Saki) এবং জাতীয় নাগরিক পার্টি (Jatiyo Nagorik Party)-র আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)।
বক্তারা বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং সাংবাদিকেরা নানান হুমকি-সংকটের মুখে কাজ করছেন। তারা মুক্ত গণমাধ্যমের জন্য নীতিগত ও রাজনৈতিক অঙ্গীকারের দাবি জানান।