টানা ১৫ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky) পূর্ববর্তী রেকর্ড ভেঙে তিনিই এখন সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলন করা বিশ্বনেতা।
সাংবাদিকদের সামনে টানা ১৫ ঘণ্টা
গত শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে মধ্যরাতের পর পর্যন্ত চলে এই ঐতিহাসিক সংবাদ সম্মেলন। ১৪ ঘণ্টা ৫৪ মিনিট দীর্ঘ এই কনফারেন্সে প্রেসিডেন্ট মুইজ্জু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নামাজের জন্য স্বল্প বিরতি নেন।
এই সময়ের মধ্যে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকে আসা প্রশ্নগুলোরও উত্তর দেন তিনি। প্রায় দুই ডজন সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থাও ছিল।
পূর্বের রেকর্ড ভেঙে দিলেন জেলেনস্কির
২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১৪ ঘণ্টাব্যাপী একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেটিই ছিল এতদিন পর্যন্ত দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করলেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান।
বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে আয়োজন
এএফপির প্রতিবেদনে বলা হয়, এই দীর্ঘ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে। এতে প্রেসিডেন্ট মুইজ্জু সংবাদমাধ্যমের স্বাধীনতা, তথ্যভিত্তিক এবং নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সংবাদমাধ্যম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।
গণমাধ্যম সূচকে উন্নতি
২০২৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মুইজ্জুর প্রশাসন সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে উন্নতি করেছে। ২০২৫ সালের রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সূচকে দেশটি দক্ষিণ এশিয়ার মধ্যে ১৮০টি দেশের মধ্যে ১০৪তম স্থানে উঠে এসেছে, যা আগের বছরের তুলনায় দুই ধাপ উন্নয়ন।
অতীতেও রেকর্ড গড়েছে মালদ্বীপ
এর আগেও ২০০৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ (Mohamed Nasheed) জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরতে পানির নিচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে আলোচনায় আসেন। সেই বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্যরা স্কুবা গিয়ার পরে ভারত মহাসাগরের নিচে বসে মিটিং করেন, যা সরাসরি সম্প্রচারিত হয় এবং বিশ্বে নজির সৃষ্টি করে।