ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে জামায়াতের শোক: “মজলুমের পক্ষে তার লড়াই ইতিহাসে স্মরণীয়”

বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাকের (Abdur Razzaq) মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দলটি।

রোববার এক শোকবার্তায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান (Shafiqur Rahman) ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Porwar) বলেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান আইনজীবী ও নেতা। তিনি তার দায়িত্বগুলো যথাযথ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে পালন করেছেন, যা বিরল উদাহরণ।”

মজলুমের পক্ষে আজীবন সংগ্রাম

নেতৃদ্বয় বলেন, “সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে ব্যারিস্টার রাজ্জাক কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির তোয়াক্কা করেননি। আইনি লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়ে তিনি নির্ভয়ে এগিয়ে গেছেন। মজলুমের পক্ষে তার এ সংগ্রাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তারা আরও বলেন, “জাতির সংকটকালে এমন একজন অভিজ্ঞ, দেশপ্রেমিক ও ইসলামপন্থি আইনজীবীর অভাব পূরণ করা সহজ নয়। আমরা আমাদের অতি আপনজনকে হারানোর গভীর শোক অনুভব করছি।”

দোয়া ও সমবেদনা

জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তাআলা যেন তার গুনাহসমূহ ক্ষমা করে দেন, নেক আমলগুলো কবুল করে জান্নাতবাসী করেন।”

শোকবার্তায় তারা মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।