প্রশ্ন বেশি করলেই রাষ্ট্রের দায়িত্বশীলরা হবেন আরও সচেতন: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম (Md. Mahfuz Alam) বলেছেন, সংবাদমাধ্যম যত বেশি প্রশ্ন তুলবে, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা তত বেশি সচেতন ও জবাবদিহিমূলক হবেন।

রোববার রাজধানীর ধানমন্ডি (Dhanmondi)তে মাইডাস সেন্টারে (Midas Center) আয়োজিত ‘Brave New Bangladesh: Reform Roadmap for Press Freedom’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আয়োজক সংস্থাসমূহ

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ইউনেস্কো ঢাকা অফিস (UNESCO Dhaka Office), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (Transparency International Bangladesh – TIB) এবং সুইডেন দূতাবাস (Embassy of Sweden)।

বিজ্ঞাপন ও প্রচারসংখ্যা প্রসঙ্গ

তথ্য উপদেষ্টা বলেন, “বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণের বিষয়ে ডিএফপি (DFP)-এর সঙ্গে আলোচনা হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান প্রকৃত প্রচারসংখ্যা দুই হাজার হলেও তা এক লাখ বা দুই লাখ দেখিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছে, তাদের তথ্য সামনে আনা হবে।”

রাজনৈতিক ঐকমত্য ছাড়া গণমাধ্যম স্বাধীনতা অসম্ভব

তিনি বলেন, “সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য। শুধু আইন করলেই হবে না, রাজনৈতিক সরকারকে সেই আইনের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।”

সাংবাদিক সুরক্ষা আইন ও সম্প্রচার নীতিমালা

মাহফুজ আলম জানান, সাংবাদিক সুরক্ষা আইন করা সম্ভব, তবে এতে কিছু ধারা নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের (Media Reform Commission) সঙ্গে আলোচনা প্রয়োজন। ‘ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া’ নীতির মতো বিষয়গুলো দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।

তিনি আরও বলেন, সম্প্রচার নীতিমালা দ্রুতই চূড়ান্ত করা হবে এবং টেলিভিশন ও অনলাইন পত্রিকাগুলোর পুনর্মূল্যায়ন, লাইসেন্স প্রদান ইত্যাদি বিষয়গুলো পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।

অন্যান্য বক্তারা যা বললেন

সেমিনারে আরও বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ (Kamal Ahmed), এএফপি (AFP)র ব্যুরো চিফ শেখ সাবিহা আলম (Sheikh Sabiha Alam), বিজেসি (BJSC)র চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা (Rezwanul Haque Raja), এবং টাইমস মিডিয়া গ্রুপের (Times Media Group) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ (A K Azad)। সেমিনারটি সঞ্চালনা করেন টিআইবি (TIB)র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান (Dr. Iftekharuzzaman)।