লেখক ও বিশ্লেষক আবু সালেহ ইয়াহিয়া (Abu Saleh Yahya) এক মতামতধর্মী আলোচনায় মন্তব্য করেছেন, ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও পরবর্তী ঘটনার ইতিহাস বর্তমান ক্ষমতার দৃষ্টিভঙ্গিতে বিকৃতভাবে উপস্থাপিত হয়।
তিনি বলেন, সরকারিভাবে প্রচারিত বয়ানে বলা হয়েছিল, হেফাজতের কর্মীরা রাজপথের গাছ কেটে ক্লান্ত হয়ে রং মেখে রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। পরে পুলিশ এসে তাদের ঘুম ভাঙিয়ে দিলে তারা দৌড়ে পালিয়ে যায়, এবং অনেকে নিখোঁজ হয়ে যায়।
আবু সালেহ ইয়াহিয়া দাবি করেন, যদি ‘জুলাই বিপ্লব’ না ঘটত, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ৫ই মে’র ঘটনাবলী সম্পর্কে এই বিকৃত ব্যাখ্যাই বিশ্বাস করত। তিনি বলেন, ৫ই মে’র ইতিহাস যেভাবে সাজানো হয়, তা থেকে অনুমান করা যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কেও ক্ষমতাসীনরা কিভাবে ইতিহাস রচনা করেছিল।
তিনি আরও মন্তব্য করেন, যেকোনো বিজয়ের পর কিছু সুবিধাবাদী ও ধুরন্ধর গোষ্ঠী সত্যকে ছাপিয়ে নিজেদের মতো করে ইতিহাস লিখে ফেলে। ‘চব্বিশের জুলাই বিপ্লব’ নিয়েও এমন বিকৃতি লক্ষ করা যায় বলেও তিনি অভিযোগ করেন।