দীর্ঘ ১৭ বছর পর আবেগঘন সাক্ষাৎ: মায়ের সঙ্গে হাসপাতালে দেখা করলেন জুবাইদা রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মাকে দেখতে হাসপাতালে যান ডা. জুবাইদা রহমান (Dr. Zubaida Rahman)। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতাল-এ ভর্তি থাকা তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু-র সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমান। মা-মেয়ের এ পুনর্মিলনে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা উভয়েই।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১টা ২৬ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া এবং তার সঙ্গে ছিলেন জুবাইদা রহমানও।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর রাজনৈতিক হয়রানির মুখে দেশ ছাড়েন জুবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে দেশত্যাগের পর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দায়েরকৃত মামলায় তিনি দেশে ফিরতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, জুবাইদার পৈতৃক নিবাস ধানমন্ডির মাহবুব ভবনে অবস্থান করছেন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু। অসুস্থতার কারণে তিনি সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। জুবাইদার বাবা ছিলেন সাবেক নৌবাহিনী প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান